কুয়াকাটায় গোসল নেমেএক পর্যটকের মৃত্যু হয়েছে-দৈনিক ভোরের বার্তা


শুক্রবার (২২ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মৃত নাহিয়ান ঢাকার বংশাল থানার আবুল হোসেন রোডের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।
মৃতের স্বজনরা জানান, শুক্রবার ভোর ৪টায় ঢাকা থেকে নাহিয়ানের মামা, খালা ও বোনসহ আত্মীয়-স্বজন মিলে ২৩ জনের একটি দল কুয়াকাটায় বেড়াতে যান। দুপুরে সবার সঙ্গে গোসলে নামেন কিশোর নাহিয়ান। কিছু সময় পর সৈকতে রাখা নিজের জুতা ঢেউয়ের পানিতে ভাসতে দেখে নাহিয়ান একটু গভীরে জুতা তুলতে যায়। এ সময় সাঁতার কাটতে না জানায় সৈকতের পানির নিচে ডুবে যায় সে। পরে তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, খবর শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে লাশ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলাপাড়া প্রতিনিধি।।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.