মুকসুদপুরে শিক্ষক কর্মচারীদের স্কুলে যাতায়াতে বাধা প্রদান-দৈনিক ভোরের বার্তা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের বিরুদ্ধে অসত্য, বানোয়াট, ষড়যন্ত্র মূলক কু-রুচিপূর্ন বক্তব্য মিডিয়ায় প্রদান সহ শিক্ষক, কর্মচারীদের যাতায়াতে বাধা প্রদান এবং অপমান-অপবাদের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।
বুধবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় স্কুলের সামনের সড়কে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের লোকজন উক্ত মানববন্ধনে অংশ নেন। হাতে হাত রেখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, গত ২১ জুন এই স্কুল বিভিন্ন পদে ৪ জনের নিয়োগ প্রদান করা হয়। উক্ত নিয়োগ সঠিক ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে কোন প্রার্থীর নিকট থেকে টাকা নেওয়া হয়নি।
কিন্তু একটি পক্ষ নিয়োগ না পাওয়ায় তারা স্কুলে আসা যাওয়ার একমাত্র রাস্তায় শিক্ষক, কর্মচারীদের হাটাচলায় বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে বলে জানান।
আর টি হাসানঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.