ফরিদপুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


ফরিদপুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫ঘটিকায় ফরিদপুর অফিস কার্যালয়ে সভাপতির অনুমতিক্রমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়। সঞ্চালনায় ছিলেন আকবর হোসেন।
সভায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বিভিন্ন কর্মের উপর বিশেষ আলোচনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহা সচিব জনাব দেওয়ান ওমর ফারুক হোসেন, তিনি বলেন মাবন কল্যানে যত ধরণের কাজ আছে সে সকল কাজ গুলোই আমাদের সংস্থার কাজ/আমার আপনার কাজ, আপনারা মানুষের অধিকার নিয়ে কাজ করে যান এখান থেকে কিছু না পেলেও হয়ত আল্লাহর থেকে বৈমুখ হবেননা।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কাজী আবদুল জলিল চান ,সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর হোসেন, মোঃ সহিদুল ইসলাম -আমার কন্ঠ পত্রিকা, মোঃ মোশাররফ মাসুদ -বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা,মোঃ ফজলুল হক, মোঃ ইলিয়াস খাঁন সাধারণ সম্পাদক সালথা শাখা, মোঃ দেলোয়ার হোসেন,মোঃ জাকির হোসেন ফরিদপুর।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন , চরভদ্রাসনের থেকে আগত কমিটির সভাপতি নুরুল ইসলাম মিন্টু ,ফাহিম প্রামানিক নজরুল-সাঃ সম্পাদক,মোঃ হাবিবুর রহমান-যুগ্নসম্পাদক,মোঃ হাবিব- কোষাদক্ষ, ফিরুজা বেগম-মহিলা বিষয়ক সম্পাদক,বন্যা আক্তার – সহমহিলা বিষয়ক সম্পাদক প্রমুখঃ।
নিজস্ব প্রতিবেন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.