মুকসুদপুরে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দূর্নীতি, ঘুষ গ্রহন ও নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস এর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ০৮ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিষ্ট্রি নিয়েছেন প্রধান শিক্ষক স্বপন কুমার দাস।
মানববন্ধনে বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, ঘুষ গ্রহণ ও অবৈধ নিয়োগ বানিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তর মূলক শাস্তি ও নিয়োগ বন্ধের দাবি জানান। অভিযুক্তদের সঙ্গে আলাপকালে তারা জানান সঠিক নিয়মে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে।
মুকসুদপুর-গোপালগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.