ভাঙ্গায় পাটক্ষেত থেকে ১ নারীর মরাদেহ উদ্ধার-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের ভাঙ্গায় এক নারীর মরাদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার রায়পাড়া সদরদী গ্রামের একটি পাটক্ষেত থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম নুপুর (২৬)। সে রায়পাড়া সদরদী গ্রামের কার্তিক রায়ের স্ত্রী। স্থানীয় একটি এনজিওর মাঠকর্মী ছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে গ্রামের শিশুরা মাঠে ফুটবল খেলছিল। ফুটবলটি পাশের একটি পাটক্ষেতে চলে যায়। সেই সময় বলটি খুঁজতে পাটক্ষেতে যায় শিশুরা। সেখানে একটি মরাদেহ দেখতে পায় তারা। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হয় নুপুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। খোঁজ না পেয়ে রাতে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরদিন বিকেলে পাশের একটি পাটক্ষেতে নুপুরের মরাদেহ পড়ে থাকার খবর পায় পরিবারের লোকজন।
ভাঙ্গা থানা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) ফাহিমা কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে নুপুরের নিখোঁজ সংক্রান্ত ভাঙ্গা থানায় একটি জিডি করে তার পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর নুপুরকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি>
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.