৯৫ বছরের বৃদ্ধ পিতা খুপড়ি ঘরে, ছে’লে বিল্ডিং এ-দৈনিক ভোরের বার্তা
জীবন যখন শেষ প্রান্তে একি পরিনিতি,যথন তুমার কেউ ছিলোনা ,তখন কে তুমার ছিলো ভাবলেনা একবার চিনলেনা জন্মদাতা পিতাকে?
দীর্ঘ এক মাস ধরে অসহায় অচল বৃদ্ধ বাড়ির পাশে নিজের ৬ শতক জমিতে পলিথিন দিয়ে একটি খুপড়ি ঘরে রাত যাপন করে যাচ্ছেন। ভিক্ষাবৃত্তি করে কোন রকমে খাবার জোগাড় করছেন।
সাতক্ষীরার কলারোয়ায় ৯৫ বছরের বৃদ্ধ অচল, কোন কাজ করতে পারেননা। বাড়িতে বসে বসে শুধু খায়। তাই অচল পিতাকে আর দরকার নেই। পাষণ্ড ছে’লে বৃদ্ধ পিতাকে বেধড়ক পি’টি’য়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
আর ছে’লে থাকেন একতলা পাকা বাড়িতে।এই ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজে’লার জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড গাজনা গ্রামে। বৃদ্ধ নুর মোহাম্মাদ জানান, তার পিতার নাম মৃ’ত মান্দার সানা। তিনি বহু ক’ষ্ট করে ছে’লে-সন্তানদের মানুষ করেছেন। ৯৫ বছর হওয়ায় বয়েসের ভা’রে আগের মতো এখন আর চলতেও পারেন না। রোজগার করতে না পারায় প্রতিনিয়ত ছে’লের হাতে মা’র খেতেন তিনি।
এর আগেও কয়েক বার মা’রপিট করে বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়েছিলো। গত মা’র্চ মাসে বেধড়ক মা’রপিট করে বুকের উপর উঠে পা দিয়ে আ’ঘাত করা হয়। তাতে মা’রাত্মক আ’হত হন তিনি। সুস্থ হতে ৮ হাজার টাকার ওষুধও কিনতে হয়েছে।
শেষ বয়সে ছে’লের হাতে আর মা’র খেতে যান না তিনি। তাই পু’লিশ সুপার ও জে’লা প্রশাসকের সুদৃষ্টি কমনা করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে