মুকসুদপুরে বিনা মূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রোণদনা ২০২১-২২ খরিফ মৌশুমে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১১ এপ্রিল ) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ৭৫০ কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ এবং ৭৫০ জন কৃষকের মাঝে ৩০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
আর টি হাসান,-মুকসুদপুর, গোপালগঞ্জ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে