আমিপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার-দৈনিক ভোরের বার্তা
আমিপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।
ওসি রওশন আলীর নেতৃত্বে এস আই ব্রজেশ্বর বরমন, এএসআই আকবুল সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ২৭শে মার্চ রোববার সকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১. মোঃ সোহেল শেখ বাপ্পি (২৯) পিতা মৃত আঃ ছালাম, সাং- নাটিয়াবাড়ি মধ্যপাড়া, ২. মোঃ বাহার ফকির আকাশ((৩২), পিতা মোঃ আঃ মজিদ, সাং- সিংহাসন, ৩. মোঃ লিটন শেখ(৪০) পিতা মোঃ মোহন শেখ, সাং- বসন্তপুর, ৪. মোঃ নুরুন্নবী সরদার, সাং- কাবাসকান্দা,সর্বথানা- আমিনপুর,জেলাঃ পাবনা, নিকট থেকে সর্বমোট – ১৮( আঠার) গ্রাম হিরোইন মুল্য অনুমান- ৭২,০০০/( বাহাত্তর হাজার) টাকা সহ গ্রেফতার করা করেন।
আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে জনাব মোঃ রওশন আলী বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, যেকোন অপরাধ নির্মূলে আমিনপুর থানা পুলিশ নিস্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।
পাবনা থেকে আলমগীর কবির পল্লব
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে