চেয়ারম্যান বরখাস্তের পর ইউনিয়নের হাল ধরলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফুরকান


নড়াইলের কালিয়ায় ইউনিয়বাসীর কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পেড়লী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফুরকান শেখ। সাবেক চেয়ারম্যান জারজিদ মোল্যা চাল চুরি মামলায় বরখাস্ত হওয়ায় প্যানেল ৩ এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বিগত ২০২০ সালের ৯ সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহন করেন তিনি।
১৮মার্চ (শুক্রবার) সরেজমিনে ওই ইউনিয়নে গেলে জানা যায়, দায়িত্ব গ্রহনের দেড় বছরে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সাধারণ সদস্যদের সমন্বয়ে এলজিএসপি, টিআর, কাবিখাসহ নানা কর্মসূচীর মাধ্যমে উন্নয়নমূলক কাজ নিষ্ঠা ও সততার সাথে সম্পন্ন করে শতভাগ সফলতা অর্জন করেছেন ফুরকান শেখ।
এছাড়া স্বল্প সময়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন আনায় এবং করোনাকালীন দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকায় ওই ইউনিয়নের সকল শ্রণী পেশার মানুষ আগামীতে ফুরকান শেখকে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দেখার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলেও জানা যায়।
ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিতলবাটি গ্রামের মৃত রমজান শেখের স্ত্রী ফুলজান বেগম (৬৫), ওলিয়ার মোল্যা (৭০), রবিউল শেখ (৫৫) সহ আরো অনেকে জানান তাদের বাড়ীর পাশে কাঁচা রাস্তা থাকায় নানামূখী সমস্যায় তারা জর্জরিত ছিল। ফুরকান চেয়ারম্যান রাস্তাটি পাঁকা করায় তাদের সমস্যা দুর দুর হয়েছে।
এ বিষয়ে মোঃ ফুরকান শেখ বলেন, গরীবের হক মেরে খাওয়ার ইচ্ছা আমার কোনদিনই নেই। স্বচ্ছতার সাথে প্রত্যেকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ায় ইউনিয়নবাসী আমাকে ভালবাসে এবং নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
তবে আমার ভাল কাজে ঈর্ষান্বিত হয়ে বরখাস্তকৃত সাবেক চেয়ারম্যানের অনুগত কিছু লোক আমার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আশা করি সঠিক তদন্তে বিষয়টি পরিস্কার হয়ে যাবে।
মোঃ বাবর আলী, নড়াইল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.