মধুখালীতে বেতনের টাকা চাওয়ায় কর্মচারীকে মারধর-হৃদয়শীল


ফরিদপুরের মধুখালীতে ভাঙ্গারীর দোকানের কর্মচারী মোঃ সিরাজ মোল্যা বেতনের টাকা চাওয়ায় দোকানের মালিকসহ অন্যান্যরা মারপিট করলে আহত অবস্থায় মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিরাজ মোল্যার স্ত্রী রুপসী বেগমের মধুখালী থানায় লিখিত অভিযোগ মুত্রে জানা যায় মধুখালী পিয়াজ বাজারে মোঃ জাহিদ বিশ্বাসের ভাঙ্গারীর দোকানে কাজ করেন তার স্বামী মোঃ সিরাজ মোল্যা।
গত ২৩ ডিসেম্বর ২০২১ ইং সোমবার দোকানে কাজে আসলে তাকে দোকানের মালিক মোঃ জাহিদ বিশ্বাসসহ তার সহযোগিরা অমানুষিক শারিরীক নির্যাতন করেন।
গুরতর অসুস্থ হয়ে পরলে সিরাজ মোল্যাকে ২১ জানুয়ারী মঙ্গলবার মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সে বর্তমানে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসারধীন আছেন।
এ বিষয় অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মনিরুজ্জামান বলেন রোগীকে দেখেছি তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গহন করা হবে ।
হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.