কবিতা: অনুতপ্ত হতে হবে
1 min read
কবিতা: অনুতপ্ত হতে হবে
লেখক: ইমরান হাসান (এনামুল)
অন্যায় আমি সহ্য করিনা
অন্যায়ের পথে যে পা বাড়াইনা,
অন্যটায়ভাবে গঠিত কোন সংগঠনে
আশ্রয়ও গ্রহণ করিনা।
তাই বলে আমি
অন্যটায়ের উর্ধ্বে নহে,
আমার মাঝেও আছে
দেশদ্রোহীদের মত আচরণ
আছে কত্ত রকম বাহানাবাজ রীতিনীতি।
যে দেশে আমার জন্ম
সে দেশে থাকবে আমার মহৎকর্ম,
তবুও আমি নির্বোধ
সাধুতাকে পারছিনা দিতে
আমার অসাধুতাকে প্রাধান্য পেয়ে।
তুচ্ছ এ জীবন
যদি দেশের জন্য
না বুঝি সাধুতার মর্ম,
তবে কেনই বা জন্ম নিলাম
মানুষ হয়েও অমানুষ হবে আমার কাম্য?
আমি আশ্রয়ে বেঁচে থাকতে চাই
সবার সাথে সমতলে মাতৃকা বুকে,
অন্যায়,অসাধুতা আর দেশদ্রোহী পথ পরিত্যাগ করে
কাম্য করি মনুষত্বটা আসুক আমার তরে।
দৈনিক ভোরের বার্তা
Nice