সালথায় উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ এর উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল


হটাও ইসকন বাঁচাও দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় সোনাপুর ইউনিয়ন উলামা–ত্বলাবা ঐক্য পরিষদ এর উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
হত্যা, অপহরণ এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন নিষিদ্ধের দাবিতে সোনাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ ।
আজ সোমবার (৩রা নভেম্বর -২৫ইং তারিখে) আছরের নামাজের পর সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন মিছিল বের করে ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা।

মিছিলটি বাচ্চু মিয়ার বিল্ডিং এর সামনে থেকে শুরু হয়ে সোনাপুর বাজারের বাইপাস সড়ক দিয়ে বাজারের পুরোনো ব্রীজ হয়ে সোনাপুর বাজার জামে মসজিদের সামনে এসে শেষ হয় ।
এ সময় মাওলানা রুহুল আমীন রহমানী সভাপত্তিত্বে বক্তব্য রাখেন ,মাওলানা রবিউল ইসলাম,মাওলানা কুতুবুদ্দীন ,মাওলানা মুজাহিদুল ইসলাম ,মুফতী আবুল হাসান প্রমুখ:।
এ সমাবেশে সংগঠনটির নেতারা ইসকনের বিরুদ্ধে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– মধুখালী (কুরআনের হাফেজ) দুই ভাইকে হত্যা করেছে ঐ সংগঠনটির লোকজন।

আরো বলেন এই ইসকনের সদস্যগন বিভিন্ন কায়দায় মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষন করছে এবং তারা ইসলামকে ভালবাসে এ কথা বলে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের সাথে গভীরভাবে মেলামেশা করছে, তাদের উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা এই ধোকা-বাজদের থেকে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সর্বশেষ মুসলীম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
স্থান : সোনাপুর বাজার মসজিদ সংলগ্ন -আয়োজনে : সোনাপুর ইউনিয়ন উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ, সোনাপুর, সালথা, ফরিদপুর।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






