ফরিদপুরের কুমার নদীর কচুরিপানা অপসারণ ও বৃক্ষরোপণ-DVB


ফরিদপুরের বাখুন্ডাতে কুমার নদীর কচুরিপানা অপসারণ, মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়েছে। ফরিদপুরে কুমার নদকে দূষণের হাত থেকে রক্ষা করতে কচুরিপানা অপসারণ ও নদীতে মাছ অবমুক্ত ডাস্টবিন বিতরণ নদী পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
মঙ্গলবার সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজার এলাকায় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের নেতৃত্বে এ সময় কয়েকশ’ মানুষ কুমার নদের দূষণ রক্ষায় এই কর্মসূচি হাতে নেয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোলস্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহম্মদ এমার হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
পরে বাজারের বর্জ্য নদীতে না ফেলার অনুরোধ করে ও তাদের মাঝে পস্নাস্টিকের ডাসবিন বিতরণ করা হয়। এছাড়া নদীর পাড়, বাজার ও স্কুল-কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ২শ’ বৃক্ষরোপন করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.