ফরিদপুরের দুটি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শুরু -DVB
আজ সালথায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয়েছে।ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ।
সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীন ভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহন নির্বিঘ্ন করতে উপজেলার কেন্দ্রে গুলোতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দেয়ার পর সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়।
সকালে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলে ও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে বলে জানা যায় ।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছিন কবির জানান, সালথা ও নগরকান্দা ২টি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করার লক্ষ্যে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি সদস্যদের কেউ ও মোতায়েন করা হয়েছে।
দুই উপজেলায় মোট ৪ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
সালথা ৫০টি ও নগরকান্দা উপজেলায় ৬৫টি কেন্দে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলায় মোট ভোটের সংখ্যা ৩ তিন লক্ষ ৭ হাজার ৬ শত ৬৫ জন।
এফএম জাহাঙ্গীর আলম শাহজাহান
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.