সালথায় মহিলা মেম্বারের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ-DVB
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার মোসা: রাজিয়া বেগমের কপালে পিস্তল ঠেকিয়ে তাকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
হত্যাচেষ্টাকালে তার ভ্যানগাড়ীর চালকসহ অন্যান্য যাত্রীদের সহযোগিতায় সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে ফিরেছেন তিনি। মেম্বার রাজিয়া বেগম আটঘর গ্রামের মো: ফিরোজ মোল্যার স্ত্রী ও দৈনিক একুশের কণ্ঠ পত্রিকার ফরিদপুর জেলার সালথা উপজেলা প্রতিনিধি কে বলেন, গতকাল রোববার (১২ মে) রাত পৌনে ৮টার দিকে সালথা থেকে বাড়ী ফেরার পথে পুটিয়া মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর ফাকা জায়গায় এঘটনা ঘটে।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান ঘটনাস্থলে গিয়ে মহিলা মেম্বারসহ ভ্যানে থাকা যাত্রীদের বক্তব্য অনুযায়ী অপরাধীদের গ্রেফতারে অভিযান চালান।
লিয়াকত তালুকদার নামে তার ভ্যানে থাকা এক যাত্রী জানান, আমি ও সালাম মোল্যা আমরা দুজন গুরদিয়া বাজার থেকে ওই ভ্যানে উঠি। পুটিয়া মাঠের ফাকা রাস্তার পৌছালে হটাৎ দুটি মোটর সাইকেলে ৬জন লোক আমাদের ভ্যানের গতিরোধ করে মহিলা মেম্বারের কপালে পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করে।
আমাদের শোর চিৎকারে এবং দুর থেকে মোটরসাইকেল আসাদেখে সন্ত্রাসীরা মেম্বারের গলা থেকে চেইন ছিড়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে উঠে চলে যায়।এসময় ঘটনায় জরিত ৬জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করা হয়। তারা হলেন সালথা উপজেলার আটঘর গ্রামের মৃত জুরু মোল্যার ছেলে খোকন মোল্যা (৩৮), মৃত আয়নাল মোল্যার ছেলে কোমিরুদ্দিন মোল্যা (৬০), মৃত আদেলউদ্দিন মোল্যার ছেলে শাহজাহান মোল্যা (৫৫) ও মৃত ছয়জদ্দিন মোল্যার ছেলে পান্নু মোল্যা (৪৫)।
ঘটনার পর থেকে অপরাধীরা পলাতক রয়েছে। ভিকটিম মহিলা মেম্বার জানান, হত্যাচেষ্টাকারীরা দুলাল মোল্যা নামে এক অসহায় ভ্যান চালকের জমি অন্যায়ভাবে দখলকরে রেখেছে। আমরা দুই মেম্বার এর প্রতিবাদ করায় তারা আমাদের প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে প্রথমে আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলাদিয়ে আমাকে হয়রানি করতে না পেরে আমাকে দুনিয়া থেকেই সরিয়ে ফেলার জন্যই সন্ত্রাসী ভাড়াকরে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে।
ভ্যানচালক দবির মাতুব্বর জানান, আমার ভ্যানে অন্যযাত্রী না থাকলে মহিলা মেম্বারকে বাঁচানো যেতনা। এবিষয়ে অপরাধীদের বিরুদ্ধে সালথা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, খবরপেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
মজিবুর রহমান সালথা, ফরিদপুর প্রতিনিধি।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.