ভোলার শীর্ষ মাদক কারবারি কবির আটক-DVB


ভোলার আলোচিত মাদক সম্রাট কবির হোসেন ওরফে তেল কবির ও তার এক সহকারীকে ৫৫টি বিয়ার ক্যানসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের পান বাজার এলাকা থেকে আটক করা হয়। ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান তথ্য নিশ্চিত করেন।
আটককৃত কবির হোসেন শহরের খালপাড় রোড এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে। তার সহকারী রায়হান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. লোকমান ফকিরের ছেলে।
পুলিশ সুপার জানান, কবির হোসেন ভোলার একজন আলোচিত মাদক কারবারি৷ তিনি দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে জড়িয়ে আছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ তাকে ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
MD SHAFIQUL
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.