শ্রীনগরে দামলায় ওয়াসার সীমানা পিলারের জায়গা দখল করে ভরাট-DVB


শ্রীনগরে ওয়াসার সীমানা পিলার পর্যন্ত জায়গা দখল করে জমি ভরাটের অভিযোগ উঠেছে। রাঢ়ীখাল ইউনিয়ন এর দামলা প্রাইমারি স্কুল সংলগ্ন দোহার মুখি হাতের বামে দীর্ঘ দিন যাবত,রাতের আধারে ড্রাম ট্রাকে করে এ জায়গা দখল করে ভরাট করা হচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাজায় জায়গাটির ভরাট কাজ করে আসছেন,দামলা গ্রামের সাকিব নামক এক ব্যাক্তি ও মাওয়ার বালু ব্যাবসায়ী ও লৌহজং উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি হাসেম খান। দিনে রাতে ড্রাম ট্রাকে করে ভরাটের কাজ চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি বিষয় টি।
এ বিষয়ে কথা বলার জন্য হাসেম খানের সাথে জোগাজোগ করলে মুঠোফোনে জানান,আমি ঠিকাদার, জায়গার মালিক মতিঝিল থানার এস আই,এটির কি কোন অনুমোদন এনেছে?এমন প্রশ্নের উত্তর এ তিনি বলেন শ্রীনগর থানার থেকে পারমিশন নিছে।
এ বিষয়ে সাকিব এর মুঠোফোনে বক্তব্যের জন্য কল করলে তিনি বলেন এটি আমার জায়গা ভরাট হচ্ছে, এ বিষয়ে আপনি মতিঝিল থানার এস আই আমার দুলাভাই শহিদুল ইসলাম এর সাথে কথা বলেন,আমাদের বাবার সম্পত্তি আমরা ৩ভাইবোন পেয়েছি।ওয়াসার লোক এসেছিল তাদের কোন সমস্যা নাই।
এবিষয়ে শ্রীনগর থানা ওসি আব্দুল্লাহ আল তায়াবী,এই ধরনের অনুমতি দেয়া না দেয়া আমার কোন এখতিয়ার নেই,এই বিষয়ে কেউ যদি অভিযোগ করে থাকে তদন্ত সাপেক্ষে সে ব্যাবস্থা নিব।
এবিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাফ্ ফাত আরা সাঈদ এর কাছে জানতে চাইলে বলেন এ বিষয় আমি অবগত নেই,আপনি একটা লিখিত আবেদন দেন,আমরা সেটার প্রেক্ষিতে ব্যাবস্থা নিবো।
নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.