ভাঙ্গা বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন


ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, কবর জিয়ারত ও দোয়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত। ডা. কাজী আবু ইউসুফ ষ্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুলিশ, শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াচ ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ।
সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় । পরে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়ানো শেষে মনোগ্ধ কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল- হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম. এ জলিল।
এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, শিক্ষা কর্মকর্তা মোহসীন রেজা, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, ভাঙ্গা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন,
আরো উপস্থিত ছিলেন আলগী ইউপি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, কলেজ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে ধারা বর্ননায় ছিলেন সরকারি কে এম কলেজের অধ্যাপক এ. বি. এম মিজানুর রহমান, প্রভাষক দীলিপ দাস, সাংবাদিক এ টি. এম. ফরহাদ নান্নু, চম্পা আক্তার, পলাশ বিশ্বাস প্রমুখ।
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.