ফরিদপুর ৩ আসনে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক
ফরিদপুর ৩ সংসদীয় আসনে নৌকার মাঝি হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এ উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে বিজয় মিছিল এর আয়োজন করা হয়।
ফরিদপুরের আলিপুরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় চলে সমর্থকদের রং উৎসব ।
পরে মিষ্টিমুখ করা হয় এখানে। জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে শামীম হক মনোনয়ন পাবেন সেটা প্রত্যাশা এই আসনের ভোটারদের।
বিকেলে ঢাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা ঘোষণা করার পর আনন্দের উপলক্ষ তৈরি হয় ফরিদপুরে।
বিভিন্ন বয়সী মানুষ ভিড় করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। আনন্দ মিছিল রং খেলার মেতে ওঠে জেলা আওয়ামী লীগ এর কার্যালয়।
আনন্দ ভাগাভাগি করেন অঙ্গ সংগঠনগুলো। আনন্দ মিছিল করে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। এসব আনন্দ মিছিল থেকে শামীম হককে মনোনয়ন দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
এক সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শামীম হককে মনোনয়ন দিয়েছেন । এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।
আর তাই ফরিদপুরের চারটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবেন।
বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ বছরে দেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করে আবারও দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
এদিকে মনোনয়নপত্র চূড়ান্ত হবার পর জেলা আওয়ামী লীগ কার্যালয় চলে বিকেল থেকে রং খেলা এবং মিষ্টিমুখ। সমর্থকের আশাবাদ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে শামীম হক এই আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সুলতানা আক্তার-ফরিদপুর জেলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে