সোনাপুর বাজারের সাঃ সম্পাদক মোঃ ফরিদ মোল্লার দাফন সম্পন্ন
আজ মঙ্গলবার (২১ নভেম্বর ২৩ইং) বেলা ১১ ঘটিকায় নিজকর্ম স্থলে হঠাৎ হার্ডএ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি সোনাপুর বাজার কমিটিতে সাঃধারণ সম্পাদক হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত দ্বায়িত্ব পালন করেছেন।তাঁর মৃত্যুতে বাজার কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন (জয়নাল) প্রভাষক সালথা সরকারি কলেজ গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় বলেন, সাঃ সম্পাদক মোঃ ফরিদ মোল্লার মৃত্যুতে আমরা সোনাপুর বাজার কমিটি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।
সোনাপুর বাজার ব্যবসায়ী মোঃ মোশাররফ মাসুদ-(বার্তা সম্পাদক দৈনিক ভোরের বার্তা) তিনি তার শোক বার্তায় বলেন আমরা একজন বাজার কমিটির দক্ষ সাঃ সম্পাদক হারালাম।তিনি খুব নিষ্ঠাবান এবং পরহিতাকাঙ্খি ছিলেন।
মোঃ ফরিদ মোল্লা, পিতা- খলিল মোল্লা (৮৫) এর (২য় সন্তান) ,গ্রাম-যোগারদিয়া, পোঃ ফুলবাড়িয়া হাট, সালথা ফরিদপুর। মোঃ ফরহাদ হোসেন সোহেল মোল্লা (যুবলীগ নেতা )আপন মেঝো ভাই। ফরহাদ মোল্লা সকলের কাছে তার ভাইয়ের জন্য ক্ষমা ও দোয়া চেয়েছেন।
তিনি মৃত্যুকালে স্ত্রীসহ দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা বাজার কমিটি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মরহুমের নামাজে জানাজায় প্রায় ৫ হাজার লোক উপস্থিত হন। এ সময় সালথা উপজেলার স্বনানধন্য চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ও মোঃ জামাল মিয়ার বড় ভাই কামাল হোসেন মিয়া (চেয়ারম্যান তালমা ইউনিয়ন পরিষদ)। উপস্থিত ছিলেন।
বিঃ দ্রঃ আগামিকাল বুধবার সোনাপুর বাজার ভোর ৬টা থেকে দুপুর ২টা পযর্ন্ত সকল দোকানদারগন অর্ধবেলা দোকান বন্ধ রেখে মরহুমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। নির্দেশক্রমে -সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন (জয়নাল)সভাপতি সোনাপুর বাজার কমিটি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে