ফরিদপুরের কোথাও কেউ নৈরাজ্য সৃষ্টি করে পার পাবেনা সালথায় -জেলা প্রশাসক
ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের সাথে জেলা কোর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ)।
এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা), জেলা এনএসআইএর অতিরিক্ত পরিচালক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল।
ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ মো: শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। আমরা এই জেলায় কাউকে নৈরাজ্য করতে দিবো না। সবাইকে নিয়ে মাদক নির্মূল করা হবে।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সবাইকে সাথে নিয়ে সালথা উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসেবে দেখতে চাই। ফরিদপুর তথা সালথা নগরকান্দাকে কাইজ্জা মুক্ত হবে, আপনারা মুক্ত করবেন প্রশাসন আপনাদের পাশে থাকবে।
এখানে কোন প্রকার সংঘর্ষ মারামারী করতে দেওয়া হবে না। কেউ মারামারী করার চেষ্টা করলে, তাকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলেই মিলে সেটা প্রতিহত করবো ইন্শাল্লাহ।
বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করবো। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন পাকা ঘরে কাঁচা পড়াবেন এটাত হওয়ার কথা নয়। আপনারা জাতির মেরুদন্ড আশাকরি আপনাদের দ্বায়িত্ব যথাযথ পালন করবেন। সালথাকে মডেল সালথা হিসাবে গড়ে তুলতে সহাওয়াতা করবেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে