শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গায় স্থায়ী ভবন নির্মাণ
শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শ্রীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পোদ্দার বাড়ি নামক শ্রীনগর মৌজার সি এস খতিয়ান নং ৮৩১ এস এ ৯৪৭/১০৩৯ দাগের ২ শতাংশ জায়গার লীজ কৃত সম্পত্তি ভোগ দখলে মালিক রীতা রাণী পোদ্দার ও সাধন দাস।
রীতারানী ও সাধন দাস এর অনুপস্থিতিতে শ্রীনগর ইউনিয়ন এর বাসিন্দা মৃত বিশ্বনাথ পোদ্দার এর পুত্র বিমল পোদ্দার (৪৩)শ্যামল পোদ্দার (৪০)মৃত সন্তোস চন্দ্র পোদ্দার এর পুত্র মদন পোদ্দার সহ প্রভাবশালীদের ছত্রছায়ায় এ জায়গা দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করলে ভুক্তভোগীরা প্রথমে গত ০১/১০/২০২৩ ইং তারিখে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ এর বরাবর অফিযোগ দায়ের করেন।
পরবর্তীতে ১৪-১০-২৩ইং শ্রীনগর অতিরিক্ত সার্কেল পুলিশ সুপারের বরাবর রীতা রানীর পক্ষে তার ভাই রাজেশ পোদ্দার আর একটি অফিযোগও করেন।অফিযোগ করে কোন প্রকার প্রতিকার না পেয়ে আদালতে শরণাপন্ন হয়ে ০৪-১০-২৪ইং অত্র সম্পত্তিতে মুন্সিগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন যার মামলা নং ২৭২/২০২৩ইং ধারা ১৪৫।
এ বিষয়ে ভুক্তভোগী রিতা রানী পোদ্দার বলেন,বিগত ২৫বছর ধরে জেলা পরিষদ থেকে নবায়ন করে এ সম্পত্তি ভোগ দখল করে আসছি। হালে ২০২৩-২৪ সনেও নবায়ন করেছি যার টাকা আদায়ের রশিদ নং ১১৪৪২,১১৪৪৩।আমি সংশ্লিষ্ট সকলের কাছে এর ন্যায় বিচার দাবি করছি।
এ ব্যপারে শ্রীনগর সার্কেল অতিরিক্ত সার্কেল পুলিশ সুপার তোফায়েল সরকার বলেন,অফিযোগ পেয়েছি তবে যেহুতু মামলা হয়েছে আদালতের মাধ্যমে সমাধান হওয়াই ভালো।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ বলেন,এ বিষয়টি আমি অবগত নই আমাকে লিখে তথ্যটি দেন আমি দেখছি।
শ্রীনগর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে