আজ ট্রেনে পদ্মা পার হবেন প্রধানমন্ত্রী-উৎসবে ফরিদপুরবাসী
ফরিদপুরের ভাঙ্গায় আগামীকাল সোমবার (১০অক্টোবর) ভাঙ্গা রেল জংশন উদ্বোধন ও জনসভাকে ঘিরে ব্যাপক আয়োজন ও নিচ্ছিদ্র নিরাপত্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মী সহ সকলের মাঝে উৎসাহের আমেজ বইছে।
ইতিমধ্যে প্রশাসনের সকল দপ্তরের দিক থেকে প্রস্তুতি প্রায় সম্পন্ন ,একটি বিশেষ রেল যোগে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গায় আসবেন একটি বিশেষ রেল যোগে। সফরসঙ্গী হিসেবে রেলমন্ত্রীর নুরল ইসলাম সুজন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, মন্ত্রী পরিষদের কয়েকজন প্রভাবশালী মন্ত্রীসহ অনেকেই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী থাকবেন বলে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দদের প্রাপ্ত তথ্যে জানা যায়।
স্থানীয় আ`লীগ ও তাদের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অন্যদিকে এমপি নিক্সন চৌধুরীর সমর্থকরা স্টেডিয়ামের প্রবেশপথসহ শহরের সড়ক গুলোতে একাধিক তোরণ, ফেস্টুন, ব্যানার ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ছবি সংবলিত প্লাকার্ড রাস্তার দুই পাশ দিয়ে টাঙ্গিয়েছে। এতে ছেয়ে গেছে পুরো ভাঙ্গা শহর। উৎসবের ইমেজ বইছে পুরো ভাঙ্গা শহর সহ আশেপাশের উপজেলাগুলোতেও।
প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দফায় দফায় বৈঠক করেছে। বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়ে এসে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও পুলিশ অব. মো. আনোয়ার মোল্লা (আলগী ইউপি) বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাঁর ডাকে সাড়া দিয়ে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে এসে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই বঙ্গবন্ধুর তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আগমণ করবেন বলে সকল মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার সহ সকল জনগণ খুবই আনন্দিত আমরা। ভাঙ্গায় রেল জংশন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের মাধ্যমে রেল সেবা সবার দৌড় গোড়ায় পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এ রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে।
এদিকে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাননীয় পুলিশ সুপার এর নেতৃত্বে সাদা পোশাক ধারী, ইউনিফর্মধারী, অস্ত্রধারী সহ ৫ হাজার পুলিশ নিরাপত্তা বলয় নিশ্চিত করতে সদা প্রস্তুত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন ধরে, পুলিশ,গোয়েন্দা পুলিশ, র্যাব, বিডিআর, এসএসএফ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন। ১০অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী রেল জংশন উদ্বোধন করবেন। এরপরে জনসভায় যোগ দিবেন।
তিনি আরও বলেন, রেল প্রকল্প উদ্বোধন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন যাত্রার আমূল পরিবর্তন ঘটবে। অল্প সময়ে রাজধানীর সঙ্গে যাতায়াত করতে পারবেন, হয়রানির শিকার থেকে মুক্ত থাকবেন। এ অঞ্চলের কৃষকরা অল্প সময়ে কৃষি পণ্য নিয়ে ঢাকা যেতে পারবে তাতে লাভবান হবে কৃষক। পাশাপাশি আন্তর্জাতিক মানের রেল জংশন তৈরিতে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
এবিষয়ে স্থানীয় এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সাংবাদিক দের জানান, ইতিমধ্যে স্টেডিয়াম সহ রাস্তার দুই পাশে সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার মানুষের প্রতি খুশি হবেন এমন সর্বোচ্চ লোকসমাগমের উপস্থিত করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এবিষয়ে সাংবাদিকদের বলেন, উপজেলা পর্যায়ে এমন একটি জনসভায় করতে মাননীয় প্রধানমন্ত্রী রাজি হওয়ায় আমরা রাতদিন কাজ করে যাচ্ছি জনসভাকে সফল করতে। ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেত্রী যেন খুশি হন এমন একটি সুন্দর জনসভা ভাঙ্গার পক্ষ থেকে উপহার দিতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, ইনশাআল্লাহ সফল হব।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার (১০ অক্টোবর) পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসার পর প্রথমে বামনকান্দা রেল জংশন (রেল-ষ্টেশন) আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। এরপরে ভাঙ্গা পৌর এলাকার (ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ) ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আ’লীগ কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
মো. সাখাওয়াত হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) রিপোর্টার ::
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে