প্রয়াত বন্ধুর রুহের মাগফেরাত কামনায় ৯৮ ব্যাচের দোয়া অনুষ্ঠিত
ভোলা আঞ্চলিক ভ্যাট অফিসে কর্মরত থাকা কালীন দুরারোগ্য থেলাসিমিয়া রোগের চিকিৎসা গ্রহণ করেন বিল্লাল হোসেন। চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন বিল্লাল হোসেন। প্রয়াত মোঃ বিল্লাল হোসেনের মৃত্যুতে তার বন্ধুদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬অক্টোবর বাদ জুম্মা ভোলা সদর উপজেলার চরকালি মাদ্রাসা ও এতিম খানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে বন্ধু সংগঠনের এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা। দোয়া মাহফিলের আয়োজনে ৯৮ ব্যাচের সকল বন্ধুদের ভূমিকা থাকলেও অন্যতম ভূমিকা রাখেন বিশিস্ট সংগঠক বিল্লালের বন্ধু মোঃ ছগির হোসেন।
দোয়া মাহফিলে উপস্থিত থাকা বিল্লালের বন্ধু মোঃ মাকসুদ ও আনোয়ার বলেন দির্ঘ ২৫ বছর অতিবাহিত হওয়ার পরেও বন্ধু ছগির এর একান্ত প্রচেষ্টায় আমরা সকল বন্ধুরা ভিবিন্ন সামাজিক কর্মকান্ডে সহায়তা ও অসহায়দের সহোযোগিতা করতে পারি ।
বিল্লালের স্মৃতি স্মরণে মোঃ ইকবাল হোসেন রাজু বলেন বন্ধু ছগিরের সাংগঠনিক দক্ষতার ফলেই আমরা দির্ঘ বছর ধরে বন্ধুত্বের বন্ধন আঁকড়ে রেখে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের এই সেতুবন্ধন রক্ষা করতে পারছি। বিল্লালের রুহের মাগফেরাত কামনা করে বন্ধু শফিক খাঁন বলেন আজ বন্ধু বিল্লাল আমাদের মাঝে নেই, একদিন হয়তো আমিও থাকবো না তবে বন্ধু ছগির এর মত একজন দক্ষ সংগঠক বন্ধুর দির্ঘ হায়াতের জন্য আমরা দোয়া করি, ছগির এর প্রচেষ্টায় আমরা হয়তো প্রয়াত বন্ধুদের খুঁজে পাবো।
দির্ঘদিন দিন বন্ধু সংগঠনের অন্যতম বন্ধু মোঃ ছগির হোসেন বলেন আমি বন্ধুদের বন্ধন অটুট রাখার চেষ্টা করছি মাত্র । তবে এ বন্ধন অটুট রাখা ও বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ডে সহায়তার জন্য সকল বন্ধুদের ভুমিকা রয়েছে। বিশেষ করে এডমিন শেকসনের বন্ধ সোলাইমান শুভ,মোমিন তালুকদার, হাবিবুর রহমান, নুরুজ্জামান সোহাগ,শাহাবুদ্দিন, সজিব সাহরিয়ার,সাব্বির আলম বাবুু, আমানুল আহসান, ইঞ্চিঃ আমিনুল ইসলাম সহ আরো অনেক বন্ধুরা।
এক্ষেত্রে প্রবাসী বন্ধু শাহীন, আওলাদ ও রাকিব আমাদের বন্দুদের সাথে যোগাযোগ রাখা ও সকল প্রকারের মানবিক ও সামাজিক কর্মকান্ডে সহায়তা প্রদানের অগ্র ভূমিকা রাখতে প্রেরণা যোগিয়েছে। আমরা ৯৮ ব্যাচের বন্ধুরা ইতিমধ্যে মানবিক সহায়তা সহ সামাজিক কর্মকানডে সহায়তা প্রদানের অগ্র ভূমিকা রাখছি।
আমরা সকলে আজ প্রবাসী বন্ধুদের সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত বন্ধুদের জন্য দোয়া করি আল্লাহ তায়ালা তাদের দির্ঘ নেক হায়াত দান করুক। দোয়া মুনাজাত শেষে মাদ্রাসার ২০০ জন এতিম ও অসহায় ছাত্রদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ জয়নুল আবেদীন। প্রয়াত বিল্লালের পরিবারের সদস্যগন ও তার বন্ধুগন অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে বিল্লালের রুহের মাগফেরাত আয়োজক বন্ধুদের জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য মরহুম বিল্লাল হোসেন গত ২৭ সেপ্টেম্বর চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন । মৃত্যু কালে মরহুম বিল্লাল এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান
শফিক খাঁনঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে