খুবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা -২৩ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আদিবাসী শিক্ষার্থীদের আয়োজনে নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদিবাসী ছাত্রকল্যাণ সংস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে৷
অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় থেকে প্রথমবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়৷ এরপর ‘সম্প্রীতির সুর: দ্বিতীয় অধ্যায়’ নামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। যেখানে আদিবাসী শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দীপক চাকমা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তেমিয় চাকমা। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন উরাওঁ, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক তেমিয় চাকমা বলেন, আমরা বিভিন্ন সম্প্রদায় থেকে আসা ছোট ভাইবোনদের বরণ করে নিয়েছি এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ভাবকে আরো প্রগাঢ় করবে। সেই সাথে তাদের নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের জাতিগত ঐক্য ও সম্প্রীতির আহবান ছড়িয়ে দেবে সকলের মাঝে।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.