শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়-রিপোর্ট সোহেলরানা
শেরপুরের শ্রীবরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীবরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে থানা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিদর্শক আক্তারুজ্জামান আক্তার।
শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা ।
দপ্তর সম্পাদক শাহিদুর রহমান কালু, সাংবাদিক মিজানুর রহমান তালুকদার মিন্টু, মনজুরুল ইসলাম মঞ্জু প্রমুখ সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়।
যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে। মাদক পরিবার, সমাজ ও দেশকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকরা নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে প্রত্যাশা করেন।
এসডি সোহেল রানা রিপোর্টার,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে