এম ভি শতাব্দী বাঁধন ধাক্কায় ফেরিঘাটের পন্টুন বিচ্ছিন্ন
হাকিমুদ্দিন –ঢাকা নৌ রুটে চলাচলকারি লঞ্চ এমভি শতাব্দী বাঁধনের ধাক্কায় ইলিশা ফেরিঘাটের ২ নম্বর ঘাটের হাই ওয়াটার পন্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে ইলিশা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রাকৃতিক দূর্যোগ ও স্রোতের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় হাকিমুদ্দিন – ঢাকা রুটে চলাচল কারি লঞ্চ এমভি শতাব্দী বাঁধন ইলিশা ঘাটে ল্যান্ড করে হাকিমুদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যেতে ব্যাক করার সময় স্রোতের গতি রক্ষা করতে না পারায় এ ঘটনা ঘটে।
এঘটনায় বিআইডব্লিউ টিসির প্রান্তিক সহকারী মোঃ সাখাওয়াত হোসেন, সিকিউরিটি গার্ড মনির সহ তিন জন গুরুতর আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
আহত সাখাওয়াত হোসেন বলেন আমরা ফেরি বিদায় করে পন্টুন ত্যাগ করার সময় হঠাৎ শতাব্দী বাঁধন লঞ্চ পিছনের দিক থেকে এসে পন্টুনে ধাক্কা লাগায়। এতে আমরা পন্টুনে থাকা দুইজন বিআইডব্লিউটিসির কর্মি ও ঘাট ইজারাদারের একজন স্টাফ আহত হই।
এবিষয়ে এমভি শতাব্দী বাঁধন লঞ্চ কর্তৃপক্ষের যোগাযোগ করা যায়নি বলে বক্তব্য পেশ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএর ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন লঞ্চের ধাক্কায় আমাদের ২নং পন্টুন বিচ্ছিন্ন হয়েছে। বিআইডব্লিউটিসি ইনচার্জ মোঃ পারবেজ বলেন এমভি শতাব্দী বাঁধন লঞ্চের ধাক্কায় হাই ওয়াটার লেভেল পন্টুন বিচ্ছিন্ন হয়েছে তবে এ কারনে ফেরি চলাচল বন্ধ নেই।
প্রাকৃতিক দৃযোগপুর্ণ আবহাওয়ার কারনে কিছু সময় ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে পন্টুন সংস্কার করার জন্য ইতিমধ্যেই বরিশাল থেকে বিআইডব্লিউটিএর লোকজন ইলিশা ঘাটে পৌছেছেন। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে তারা পন্টুন মেরামত কাজ শুরু করতে পারছেন না।
শফিক খাঁন,ভোলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.