দ্বীনি সেবা ফাউন্ডেশন কর্তৃক কুরআন প্রতিযোগিতা-২৩ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা– ২০২৩ খি. এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের হলরুমে শুরু হয়ে এ অডিশন চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত সারাদেশ থেকে অংশগ্রহণকারী বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ ৩৬ জন (হাফেজে কুরআন) প্রতিযোগীর অংশগ্রহণে চুড়ান্ত পর্বে দ্বিতীয় রাউন্ড শেষে ১৪ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড ফিনালে ৫জন প্রতিযোগী বিজয়ী হন। ঐ পাঁচজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন বলে সূত্রে জানা যায়।
গ্রান্ড ফিনালে যে পাঁচজন পবিত্র কুরআনে হাফেজ বিজয়ী হয়েছেন তারা হলেন:-
১. মুহাম্মাদ আফফান বিন সিরাজ–ঢাকা, ২. মুহাম্মাদ ওসমান গনি–পঞ্চগড়,৩. মুহাম্মাদ আবু জাফর শাকীল–ঢাকা, ৪. মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ–মাদারীপুর,৫. মুহাম্মাদ মুতাসিম বিল্লাহ, ঝালকাঠি।
বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাফেজ মুফতী ওমর ফারুক এর সভাপতিত্বে ফাইনাল রাউন্ডে (গ্রান্ড ফিনাল) প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হাুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা হাফেজ আব্দুল্লাহ।
অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন বিশিষ্ট হাফেজ ক্বারী নাজমুল হোসেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, বায়তুল মোকাররমের আরেক পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের সহকারী পরিচালক মাওলানা মো. নূরুদ্দীন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক সংগীত শিল্পী মাওলানা মো. বদরুজ্জামান, তাওহীদুল ইসলাম, আরিফ নেওয়াজী।
এছাড়াও বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী মো. নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধার সন্তান মুফতী মো. মুনাওয়ার হুসাইন, মুফতী আহমদ কবির, মুফতী মো. মনিরুজ্জান, মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মাওলানা মো. আল-আমিন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন খুলনা বিভাগীয় প্রতিনিধি মাওলানা ইয়াসিন আলী, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মাওলানা আনোয়ার হোসেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি মাওলানা বেলাল হোসেন।
ও বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মো. রাশেদুল ইসলাম, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ঢাকা জেলা প্রতিনিধি মাওলানা মো. সোহেল, মাওলানা মো. এনামুল হক।
এবং বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মাওলানা নাসিম আরাফাত, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের নরসিংদী জেলা প্রতিনিধি মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি মাওলানা মো. রাশেদুল ইসলাম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি মো. ওমর ফারুক জানান, বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এর মূল উদ্দেশ্য হলো দ্বীনি ইসলাম, মানব কল্যাণ সংশ্লিষ্ট সেবা প্রদান করে মহান আল্লাহকে রাজি ও খুশি করা।
তারই ধারাবাহিকতায় দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২৩ এর আয়োজন করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা গ্র্যান্ড ফিনালে পাঁচজন (পবিত্র কুরআনে হাফেজ) প্রতিযোগী কে বাছাই করতে সক্ষম হয়েছি।
আমরা আশা করছি ঐ পাঁচজন বিজয়ীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে পুরষ্কার প্রদান করবেন, ইনশা আল্লাহ।
মো. সাখাওয়াত হোসেন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে