সালথায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস–২০২৩ পালিত হয়েছে।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রীতম দাস।
ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া, সালথা থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন প্রমূখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের সেবা সমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ দিবসটি পালন করা হয়। দেশ স্বাধীনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন সে স্বপ্ন পূরণের জন্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ একযোগে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের এক যোগে কাজ করতে হবে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে