ভোলায় ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অমি গ্রেফতার
ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) ভোলা শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির অমিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য আজ ১৪ই জুলাই ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলা রুজু করা হয়। মামলার বাদী ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মোঃ মহসিন ঘরামি বলে জানান পুলিশ । মামলায় জাকারিয়া হোসেন অমিকে প্রধান আসামিসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী জানা যায় ,ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী তাকে নগদ ২ লাখ টাকা প্রদান করেছেন।
বাকি ৩ লাখ টাকার জন্য ছাত্রলীগের এ নেতা ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন। কোনো উপায়ন্তর না পেয়ে ঘাট ম্যানেজার তার বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন।
ওসি শাহীন ফকির জানান, শুক্রবার সকালে ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মহসিন ঘরামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজি মামলা দাখিল করেন। সেই মামলায় দুপুরে শহরের গাজীপুর রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিকেলে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
ভোলা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে