ভোলার চরফ্যাশনে নৌকা ডুবে ৬ জনের মৃত্যু
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার, চর মাদ্রাজ ইউনিয়ন এর আওতাধীন সাম্রাজ মৎস্য ঘাট এলাকায় একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন এর আওতাধীন সাম্রাজ মৎস্য ঘাট থেকে ঈদ কে সামনে রেখে ২৭ তারিখ সোমবার ১২ জন জেলে মাছ ধরার জন্য সাগরের উদ্দেশ্যে রওয়ানা করে। পরবর্তীতে তারা ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়।
খবর পেয়ে চরফ্যাশন এর নৌ-নিরাপত্তা বাহিনী (কোস্টগার্ড) এর একটি টিম দ্রুত উদ্ধার কাজে নেমে ৬ জনকে উদ্ধার করেন। আজ ৩০ তারিখ শুক্রবার বিকেলে উদ্ধার টিম আরও ৪ জনের মৃতদেহ খুজে পায়। মৃত জেলেদের সবাই পূর্ব মাদ্রাজ ৭ নং ওয়ার্ড এর বাসিন্দা।
মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে,উদ্ধার কাজ চলমান, এখনো দুইজন জেলে নিখোজ !
মোট ছিলো ১২ জন, (জীবিত উদ্ধার করা হয়েছে ৬জন এবং মৃত উদ্ধার হয়েছে ৪জন নিখোঁজ আছে ২ জন= মোট=১২জন)।
তথ্য-(ভোলায় নিজস্ব এবং বিশ্বস্ত সোর্স থেকে জানা যায়)
মোহাম্মদ আব্দুন নুর রানা:-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.