ভোলায় এ কেমন ব্যবস্থা প্রতিবন্ধী পরিবার অবরুদ্ধ
ভোলায় বসতঘরের সামনে কাঁটা ও জালের বেড়া দিয়ে প্রতিবন্ধীর পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী করিম দেওয়ান নামের এক ব্যক্তি ওই পরিবারের বসতঘরের প্রবেশ পথে কাঁটা ও জালের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ ভুক্তভোগী শাহিনুরের।
স্থানীয় সমাজসেবকের কাছে ঘটনাটি জানিয়েও কোনো সমাধান পায় নি ভুক্তভোগি শাহিনুরের পরিবার। ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি ওই পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দির্ঘ ১০ বছর আগে করিম দেওয়ানগংদের কাছ থেকে ৬ শতাংশ জমি ষ্ট্যাম্প ডকুমেন্টারিতে ক্রয় করেন।
শাহিনুর ৬ শতাংশ জমিতে টিনের একটি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী কন্যা ও নাতি সহ বসবাস করে আসছিল।ঘর নির্মাণ থেকে শুরু করে গত দশ বছর পর্যন্ত কোনো সমস্যা ছিল না তাদের।
কিন্তু বিগত এক সপ্তাহ ধরে প্রতিবেশী করিম দেওয়ান এই জমি দাবি করেন, এবং বাড়ি ছেড়ে যাবার জন্য এক প্রকার চাপ প্রয়োগ করতে থাকেন শাহিনুর কে । তারই রেশ ধরে আজ ২৭ জুন সকালে করিম দেওয়ান শাহিনুরের ঘরের সামনে কাঁটাপুঁতে বেড়া দিয়েছেন বলে জানান শাহিনুর ।
শাহিনুর বেড়া দিতে নিষেধ করায় করিম শাহিনুরকে লাঠি দিয়ে পিছন থেকে স্বজোড়ে আঘাত করার অভিযোগ তুলেন শাহিনুর।এবিষয়ে অভিযুক্ত করিম দেওয়ান বেড়া দেওয়ার কথা অস্বীকার করে বলেন আমার জমিতে ওরা জোড় করে ঘর তুলে ৮ বছর ধরে বসবাস করছেন। আমার জমি ওরা ছেড়ে দিক ।
ভুক্তভোগি শাহিনুরের প্রতিবেশী মাইদুলের শ্ত্রী বলেন, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি করিম দেওয়ান ও তার শ্ত্রী এই ঘরের সামনে বেড়া দিচ্ছে।
শাহিনুরের ভাই বিল্লাল হোসেন বলেন আমার বোন বেড়া দেওয়ার কথা জানালে আমি এসে দেখি ঘরের দরজায় বেড়া দিয়ে রাখছে করিম দেওয়ান। বিষয়টি করিম দেওয়ানের উচিৎ হয়নি বলে জানান বিল্লাল।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী বলেন আমি এখনই চৌকিদার দফাদার পাঠিয়ে ব্যাবস্থা নিচ্ছি। এ ব্যাপারে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ শফিকুল ইসলাম-বরিশাল প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.