রাস্তার গতি প্রতিরোধক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত, ভাজন ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গত ১৯ তারিখ সোমবার বেলা বারোটার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এরই ধারাবাহিকতায় এই মানববন্ধন কর্মসূচি ডাক দেন ক্ষুব্ধ এলাকাবাসী।
উক্ত ১৯ তারিখ সোমবার বেলা বারোটার দিকে একটি মোটর বাইক চালক, পলি বেগম নামে এক মাঝবয়সী মহিলাকে সজোরে ধাক্কা দিলে উক্ত মহিলা রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় উল্লেখ্য যে, দীর্ঘ কয়েক বছরের মধ্যে ওই স্থানটিতে ছয় থেকে সাতজন সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং বহু মানুষের অঙ্গহানি ঘটে।
এ কারণেই এলাকাবাসী উত্তেজিত হয়ে রাতেই মিছিল বের করে এবং পরবর্তীতে ২০ তারিখ সকালে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের ও এলাকাবাসী সবাই মিলে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে।
উক্ত ঘটনাটি অবগত হয়ে মাননীয় এসিল্যান্ড স্যার, সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে আশ্বস্ত করেন খুব দ্রুত আপনাদের এই দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন।
তাহারি ধারাবাহিকতায় আজকে ২১/০৬/২০২৩ ইং তারিখে দুর্ঘটনা প্রবল স্থানটিতে দুইটি গতি প্রতিরোধক তৈরীর উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় জনগণের সাথে আলাপ-আলোচনা করে যা বুঝতে পারলাম উনারা বলছেন, এই স্থানটিতে দীর্ঘদিন যাবত অনেক বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটার কারণে ছয় থেকে সাত জন ইতোমধ্যেই মারা গেছেন এবং অসংখ্য লোকের অঙ্গহানি ঘটেছে।
ফরিদপুর জেলা প্রশাসক মহোদয় এবং এসিল্যান্ড স্যারের সহযোগিতায় এত দ্রুত কাজ হওয়ায়, এলাকাবাসী নির্বিশেষে সর্বস্তরের মানুষ খুব সন্তোষ প্রকাশ করেছেন।
আব্দুন নুর রানা –ফরিদপুর সদর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে