আলফাডাঙ্গায় স্থায়ী বাঁধ নির্মাণে ৫০০ কোটি টাকা অনুমোদিত -এমপিকে গণসংবর্ধনা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভাঙ্গণ প্রতিরোধে মধুমতি নদীর তীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের একনেক সভায় ৫০০ কোটি টাকা অনুমোদিত হওয়ায় ফরিদপুর- ১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৭ জুন) সকাল ১১.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার রফিকুল হক। সঞ্চালনায় টগর বন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.আলমগীর হোসেন।প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।
আরো বক্তব্য দেন, সংসদ সদস্যর সহধর্মিনী ও পরিবার পরিকল্পনা সাবেক পরিচালক সেলিনা আক্তার,পৌরসভার মেয়র আলী আকসাদ (ঝন্টু), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কুবাদ হোসেন,বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা,পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান মিজান,বানা ইউনিয়নের চেয়ারম্যানহারুন -আর রশিদ।
ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি প্রমুখ।এ ছাড়া উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট মিডিয়ার ও অনলাইন সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে