শ্রীনগরে উন্মুক্ত বাজেট সভা ও টিআর কর্মসূচির আওতায় ক্রীড়া সরঞ্জাম বিতরণ


মুন্সীগঞ্জের শ্রীনগর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা ও টি আর কর্মসূচির আওতায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৩মে ১১টার সময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনার শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
শ্রীনগর পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও পরিষদের সচিব খন্দকার মোকছেদুল করিমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
আরও উপস্থিত ছিলেন,বাজার কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হাছাদ,ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালামসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ,শ্রীনগর ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা,সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী চেয়ারম্যান তাজুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,এই শ্রীনগরে আমার চাকরির বয়সে প্রথম দিন আমি একটা সুন্দর পরিবেশে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত হয়েছি।
মোঃ তারিকুল ইসলাম
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.