কলাপাড়ায় পৃথক বজ্রপাতে এক যুবকের মৃত্যু
কলাপাড়ায় বজ্রপাতে হাসান মোড়ল(৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে অপর এক বজ্রপাতে একটি গরু মারা গেছে।
বুধবার (২৪ মে) দুপুর ১২ টায় মহিপুরের ডালবুগঞ্জ ইউনিয়নের ফুল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান ফুলবুনীয়া গ্রামের মৃত শাহজাহান মোড়লের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের পুত্র মোঃ আমিরুল্লা জানান,ঘটনার সময় নিহত হাসান তার চাচাত ভাই দুলালের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হলে দুলাল তাকে সহ বাড়িতে চলে যেতে চায়।
এ সময় নিহত হাসান তার মাঠের মধ্যে গরুছিল তাই নিয়ে আসবে বলে দুলালকে চলে যেতে বলে। পরবর্তীতে হাসান গরু আনতে রওনাদিলে হঠাৎ তার মাথায় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের হাসানের চাচাতো ভাই দুলাল জানান,আমরা দুজনেই মাঠে কাজ করছিলাম। বৃষ্টির মধ্যে কাজ করা লাগবেনা বলে ওকে আসতে বলে আমি চলে আসি। হাসান আমাকে বলে আমি গরুনিয়ে আসতেছি। এরপর গরু আনতে কিছুদুর যাওয়ার পরই তার উপর বজ্রপাত হয়। এতে ওখানেই তার মত্যুহয়, পরে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসি।
অপর দিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার মহিপুর থানার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অনিল খরাতির একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ঐ সময় গরুটি মাঠের মধ্যে বাঁধা অবস্থায় ছিলো।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নয়নাভিরাম গাইন পটুয়াখালী প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.