সালথায় আওয়ালীগ ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা
তৃণমূল আওয়ামীলীগ কে শক্তিশালী করার লক্ষে ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী।
খন্দকার রেজাউর রহমান চয়ন, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, যুবলীগ নেতা বাদল হোসেন, শেখ সুমন আহম্মেদ প্রমূখ। এছাড়াও আওয়ীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায়, প্রধান অতিথি ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন।
তিনি আরও বলেন, যেভাবে আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী এলাকার উন্নয়ন করেছে, আমিও সেইভাবে সালথা এগিয়ে নিয়ে যাব। নেতা কর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারাই আামার শক্তি, আপনারাই আমার ভালবাসা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে