ফরিদপুরে ঋণের চাপে ফাঁস দিলেন বৃদ্ধা-দৈনিক ভোরের বার্তা


ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঋণের কিস্তির চাপে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার বান্দুগ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। ষাটোর্ধ্ব রাবেয়া বেগম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্দুগ্রামের আক্তার মোল্যার স্ত্রী।
ময়না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু শেখ জানান, মৃতের ৪ ছেলে ও ২ মেয়ে আছে। ছেলেরা পৃথকভাবে সংসার করছে। বাবা-মার প্রতি কোনো দায়িত্ব তারা পালন করেন না।
কয়েকটি এনজিওর কিস্তি ও ক্ষুদ্র ঋণের চাপে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে রাবেয়া বেগম নামে ওই নারী আত্মহত্যা করেন। বাড়ির সামনে রাস্তার পাশে মৃতের স্বামীর একটি চায়ের দোকান আছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
নিজস্ব প্রতিবেন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.