মধুখালীতে ৩৮ বছরের বৈশাখী মেলা বন্ধ করল পুলিশ
ফরিদপুরের মধুখালীর ঐতিহ্যবাহি বৈশাখী মেলা রাতের অন্ধ্যকারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেলা বন্ধের ঘোষনা পুলিশের।
১ মে সোমবার রাত ৮টার দিয়ে সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন করের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও একদল পুলিশ বাহিনী মধুখালী বৈশাখী মেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাঁশির হুইসাল বাজিয়ে অন্ধ্যকারে ভৃতির সৃষ্টি করে মেলার দর্শনার্থীদের বের করে দেওয়া হয়।
এবং দোকানীদের দোকান বন্ধ করে মধুখালীর ঐতিহ্যবাহি মেলা বন্ধের ষোল কলা পূর্ন করল পুলিশ। ফরিদপুর জেলা শহরসহ বিভিন্ন স্থানে মেলা চললেও মধুখালীর ৩৮ বছরের বৈশাখী মেলা পুলিশ বন্ধ করে দিলো এসএসসি পরীক্ষার অজুহাতে। চিরায়িত গ্রাম বাংলার ঐতিহ্য বাংলা বর্ষ বরণ ও বৈশাখী মেলা। গ্রাম বাংলার ঐতিহ্য মৌলবাদীদের গাত্রদাহ কিন্ত কি কারনে পুলিশের এমন কর্মকান্ড বুঝে আসছে না সুধী মহলের।
মেলা বন্ধের প্রতিবাদে ২ মে মঙ্গলবার বেলা ১২টায় মেলা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলা অভ্যার্থনা মিলনায়তনে নির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া,সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,মেলা পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, মনোজ সাহা,মোঃ নজরুল ইসলাম,মির্জা গোলাম ফারুক,কাজল বসু, মনিরুল ইসলাম,সুভাষ রায়সহ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে পুলিশ যেহেতু মেলা বন্ধ করেছে সেহেতু যদি কোন দোকান্দার মেলায় থাকেন সেটা নিজ দায়িত্বে থাকবেন। মেলা পরিচালনা পরিষদ কোন দায়িত্ব নিবে না ।
মধুখালী প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে