বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার কমিটি ঘোষণা


ফরিদপুরে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর ফরিদপুর জেলা’ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়েছে।
সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ মান্নান তালুকদারের বাড়িতেবেকেলক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পরে এ কমিটি ঘোষণা করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান এস. এম কামরুজ্জামান মামুন তালুকদার। বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজী হায়দার হোসেন লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইসহাক, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল হক, নগরকান্দার বীর মুক্তিযোদ্ধা মো. তোতা গাজী সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারন সম্পাদক হাজী ইয়াছিন আকন্দ, সহ-সভাপতি হামিদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
আরো উপস্থিত ছিলেন, সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আঃ মজিদ মিয়া, মুফতি মো. আজগর, মুক্তিযোদ্ধার সন্তান মো. বাবু, মো. আবিদ, দীপু মোল্লা, জিয়া, মিঠু প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুরের ভাঙ্গার কৃতি সন্তান মো. সাখাওয়াত হোসেন (এম.এস.এস) বলেন, আলহামদুলিল্লাহ।
আজকের ইফতার মাহফিলের আয়োজক কমিটির প্রতি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইফতার পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা হাজী আঃ মান্নান তালুকদার সহ মরহুম সকল বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বয়ের স্বাক্ষরিত পত্রে ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদপুর জেলা’ কমিটির অনুমোদন হয় এবং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান।
এতে ফরিদপুর জেলা যুবলীগের সহ-সভাপতি এস. এম হাফিজুল ইসলাম (শেখ সুমন) সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শরিফুল হাসান প্লাবন।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.