প্রেসক্লাবের কাশিয়ানী উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে প্রস্তুতি সভা


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব কাশিয়ানী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল পাঁচটায় কাশিয়ানী লোকাল বাস স্ট্যান্ড সংলগ্ন রয়েল ধাবা হোটেল এন্ড রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধার চেতনায় সাংবাদিক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা হয়।
সম্মেলন প্রস্তুতি সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার আহবায়ক মো. লিটন শিকদার ও মো. ফরহাদ শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, উদ্বোধক বাংলাদেশ প্রেসক্লাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, গোপালগঞ্জ দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক এবং বৈশাখী টিভি চ্যানেল জেলা প্রতিনিধি মো. মোস্তফা জামান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশেষ অতিথি কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন (আনু),সিএনএন অনলাইন পোর্টাল সম্পাদক জাকারিয়া,দৈনিক বাঙালী সময় আলফাডাঙ্গা প্রতিনিধি আরিফুজ্জামান চাকলাদার,দৈনিক সকালের সময় আলফাডাঙ্গা প্রতিনিধি সাহিদুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার উপদেষ্টা মোল্লা খালিদ হোসেন (লেবু), বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাংবাদিক মনির মুন্সী, সাংবাদিক মো. ছবুর মিয়া, সাংবাদিক শেখ ফারুক আহমেদ,সাংবাদিক মো. ইয়াসিন শেখ, সাংবাদিক আনোয়ার হোসেন বিল্লাল, সহ প্রমুখ,
বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন মাসের ভিতরে বিভাগীয় সমাবেশ ও পরে ঢাকায় মহা সমাবেশ করব।
এবং এই সংগঠন মুক্তিযোদ্ধার চেতনায় সাংবাদিক সংগঠনকে গতিশীল করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এক যোগে আমরা সকলে মিলে কাজ করব। পরিশেষে বক্তব্য শেষ পর্যায়ে বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখা কমিটির সভাপতি মো. লিটন শিকদার ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ শেখকে ঘোষণা দিয়ে আগামী এক সপ্তাহের ভিতর ১১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার জন্য ঘোষণা দেন ।
আরো দেখুন-https://www.youtube.com/@mbarta4327
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে