ফরিদপুরের কৃষ্ণনগরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগ
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সদরদী গ্রামের মোঃ রাজ্জাক মোল্লার ছেলে মনিরুজ্জামান (মনিরুল) ইসলাম (৩০)কে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগ।
গত ২৫ মার্চ আনুমানিক রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে সদরদী বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে পল্লী চিকিসক আবু তাহেরের বাড়ির সামনে আসলে পিছন থেকে ওৎ পেতে থাকা মোঃ সিদ্দিক মোল্যার ছেলে কাইযুম মোল্যা (৩০) খেজুরগাছ কাটা ছেন দিয়ে এলোপাথাড়িভাবে মনিরুলকে কোপাতে থাকে , বলতে থাকে তোকে আজ মেরেই ফেলবো।
এ ব্যাপারে মনিরুলের বাবা জানিয়েছেন, কাইয়ুমের বাবা সিদ্দিক মোল্যা বাঁশের লাঠি ও চিলারকান্দীর মান্নান মোল্লার ছেলে ছেকেন মোল্যা , কাঠের বাটাম দিয়ে মনিরুলকে আঘাত করে, মনিরুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মনিরুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । ওখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন ডাক্তাররা।
তিনি আরো জানিয়েছেন আমার ছেলে একজন কনস্ট্রাকশন রাজমিস্ত্রীর সাবকন্টাকটার তার মাধ্যমে কিছু লোকজন রাজমিস্ত্রীর কাজ করে। মনিরুল মিস্ত্রীদের বেতনের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাজারে যাচ্ছিল, পথিমধ্যে আমার ছেলের সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়, ছেলেকে হত্যা করার জন্য যেভাবে কুপিয়েছে তার বাম হাতের কব্জির কুনুই পর্যন্ত কেটে পড়ে যায় ,গলার বাম পাশে বেশ কয়েক টি কোপ লাগে প্রায় ৪০/৪৫ টা সেলাই দিয়েছে ।
আমার ছেলেকে যেভাবে হত্যার চেষ্টা করেছে আমি তার সুষ্ঠ বিচার চাই।এ ব্যাপারে সাবেক জন প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান (আসাদ) এর সাথে কথা হয় তিনি বলেন বিষয়টা অনাকাঙ্ক্ষিত, মর্মান্তিক ও দুঃখজনক, তিনি আরো বলেন ছেলেটি খুব ভালো,ও শান্তশিষ্ট মনের মানুষ, অপরাধ যেই করুন তার শাস্তি হউক এটা আমরা সবাই চাই।
অভিযুক্ত কাইয়ুমের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে তালা ঝুলছে । পাশের বাড়ির মোছাঃ লাখি বলেন দুটি গরু ছিল একটি গরু ৬৫ হাজার টাকা বিক্রি করেছে ,আরেকটি গরু,একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ইজিবাইক ও হাঁস-মুরগি সহ যাবতীয় মালপত্র নিয়ে আনুমানিক দুপুর ১,৩০টার দিকে বাড়ি থেকে চলে যায়।
অভিযুক্ত কাইয়ুমের সাথে তার মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়।
এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তার এস আই শামীম জামান মামলা নং (৭৫) তাং ২৬/০৩/২০২৩ ইং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ফরিদপুর প্রতিনিধি-
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.