কবিতা- স্যার


কবিতা– স্যার
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ইংরেজরা চলে গেছে
রেখে গেছে ‘স্যার‘
‘স্যার‘ নিয়ে হচ্ছে যে
কত কারবার!
মেয়েদের আকাঙ্ক্ষায়
‘মা’ ডাক যেমন,
কারো কারো কাছে ঠিকই
‘স্যার’ ডাক তেমন।
এ ডাক শুনতে তারা
মা হওয়ার মতো,
পাড়ি দেয় মহাকষ্টে
মাইল শত শত।
‘স্যার’ শব্দের মাঝে আছে
অনেক সম্মান,
শুনতে এ শব্দটি
খাঁড়া থাকে কান।
তাই বলে ‘স্যার’ নিয়ে
এতো বাড়াবাড়ি!
সম্মান কি পাওয়া যায়
করে কাড়াকাড়ি?
কারো কারো আছে দেখি
বড় ত্যাড়া ঘাড়,
‘স্যার’ না বললে তারা
মানতে চায় না হার।
বলিয়েই ছাড়বে তারা
তাদেরকে ‘স্যার’,
তা নাহলে কোনভাবেই
পাবেনা কেউ পার।
পুরুষরা ‘স্যার’ ছিল
এখন নারীরাও ‘স্যার’,
‘কেন এমন হলো?’
শুনি বারবার।
‘স্যার’ কে ভুল করে
লিখতে দেখি ‘সার’,
তাও ভালো, লেখে না যে
‘স্যার’কে ‘অসার’।
তেল দিতে স্যারকে
আছে অনেক ভাঁড়,
সারাক্ষণ এরা শুধু
বলে স্যার, স্যার।
গুতো খেয়ে কারো যদি
ভেঙ্গে যায় হাড়,
রেগে গিয়ে স্যারকে
বলে সে ‘ষাড়’।
‘স্যার’ নিয়ে বাড়াবাড়ি
আর যেন না হয়,
সম্মান দেয় না কেউ,
করতে হয় জয়।
বাড়াবাড়ির ফল কি ভালো
হয়েছে কোনো কালে?
যা ছিল তাও এখন
চলে যাবে জলে।
আরো দেখুনঃ-https://www.youtube.com/@mbarta4327
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.