জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধ ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
১৫ মার্চ প্রথম দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফরিদপুর শেখ মুজিব মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ওবায়দুর রহমান। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, জনাব লিয়াকতসিকদার-সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোশারেফ হোসাইন-উপজেলা নির্বাহী অফিসার বোয়ালমারী ফরিদপুর। জনাব মোসাঃরেখা পারভীন- মহিলা বাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বোয়ালমারী,জনাব মোঃ আজাদ হোসেন-পুলিশ পরিদর্শক ইনচার্জ ডহরনগর তদন্ত কেন্দ্র,বোয়ালমারী ফরিদপুর। জনাব সৈয়দ নুরুল ইসলাম –প্রাক্তন প্রধান শিক্ষক উক্ত একাডেমী ও জজ একাডেমী বোয়ালমারী ফরিদপুর।
ও জনাব মুহম্মদ আনোয়ার হোসেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোয়ালমারী ফরিদপুর ,জনাব আব্দুল মান্নান মাতুব্বর-চেয়ারম্যান ৭নং পরেমেশ্বরদী ইউনিয়ন বোয়ালমারী ফরিদপুর। জনাব,মোঃ রকিবুল হাসান-সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোয়ালমারী ফরিদপুর ,শরীফ মোঃ নজরুল ইসলাম সাবেক চেয়ারম্যান ৭নং পরেমেশ্বরদী ইউনিয়ন বোয়ালমারী ফরিদপুর। জনাব আলহাজ্ব হাবিবুর রহমান=সাবেক সভাপতি জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমী।
আরো উপস্থিত ছিলেন, জনাব সৈয়াদ আব্দুর রহমান বাশার –সাবেক উপজেলা চেঢারম্যান বোয়ালমারী ফরিদপুর। জনাব মোঃ শাহজাহান মিরদাহ্ (পিকুল) –সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামীলীগ বোয়ালমারী ফরিদপুর, জনাব মোঃইস্রাফিল মোল্লা-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি,ফরিদপুর জেলা শাখা। জনাব ডাঃ তারিকুল ইসলাম-সহকারি রেজিস্ট্রার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর।
জনাব সৈয়াদ রফিকুল ইসলাম-যুগ্ম আহ্বায়ক, পরমেশ্বরী ইউনিয়ন যুবলীগ। জনাব শরীফ সাজ্জাদ হোসেন (জুয়েল)-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,জনাব মিলন চন্দ্র দাস-প্রাক্তন ছাত্র ওম্যানেজার ডিসেন্ট কলসালটেন্সি এন্ড ইঞ্জিঃ ঢাকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব মোঃশাহ্ সেকেন্দার-সহকারি শিক্ষক(গ্রন্থগার ও তথ্য বিঃ)। দ্বিতীয় দিনে সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালায় ছিলেন যথাক্রমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকাগন এবং অত্র বিদ্যালয়ের আশে পাশের আগত শিক্ষকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে