‘চাকরি নয়, সেবা-বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
শেরপুর জেলায় ১৫ ই ফেব্রুয়ারি নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত।
শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত লিখিত পরীক্ষায় শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত থেকে সকল পরীক্ষার হল ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।
এছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর ও জনাব আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার ( গফরগাঁও সার্কেল), ময়মনসিংহ; পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আগামী (২৩ ফেব্রুয়ারি ২০২৩) তারিখ সকাল ১০টায় লিখিত পরীক্ষা’র ফলাফল পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। সেই সাথে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
এসডি সোহেল রানা,
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.