সালথার ইউএনও শাহিনের গল্পে নাটক ‘স্বপ্নের ঠিকানা’-দৈনিক ভোরের বার্তা


শাহিনের সেই গল্পে সেলিম রেজা সেন্টু নির্মাণ করছেন নাটক ‘স্বপ্নের ঠিকানা’। সালথার কুমারপট্টি আশ্রয়ণ প্রকল্পে চলছে নাটকটির শুটিং।
অভাবের সংসারে গিয়াস শেখের যে জীবন কেটেছে, তাতে দু মুঠো খেয়ে বেঁচে থাকাটাই হয়তো ছিল বড় পাওয়া। নিজের কোনো ঘর-বাড়ি না থাকায় দাদি আর চাচাদের ঘরে বাস করছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প তার জীবনটা পাল্টে দিয়েছে।
চার বছর বয়সে মা আর ৬ বছর বয়সে বাবা হারা গিয়াসের এখন স্বপ্ন পূরণ হয়েছে নিজের একটা সংসারের। নানা চড়াই-উৎরাই পেরিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ভালোই কাটছে তার দিন।
এই যুবকের জীবন সংগ্রাম আর কীভাবে তার স্বপ্ন বাস্তবে ধরা দেয়ার পথে এগিয়েছে তা নিয়ে একটি গল্প লিখেছেন ফরিদপুরের শালথা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন শাহিন (শাহিন সপ্তম)।
নাট্যকার শাহিনের সেই গল্পে সেলিম রেজা সেন্টু নির্মাণ করছেন নাটক ‘স্বপ্নের ঠিকানা’। সালথার কুমারপট্টি আশ্রয়ণ প্রকল্পে চলছে নাটকটির শুটিং। শাহিন সপ্তম নিজেও এতে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন তারিক স্বপন, সিলভিয়া, জুয়েল, মোমিন, জয়সহ বেশ কয়েকজন।
শাহিন সপ্তম বলেন, গল্পে আমরা আসলে বাস্তব জীবনের চিত্র তুলে ধরছি। একটা মানুষ কীভাবে সব হারানোর পরও আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে পারে তা দেখানো হয়েছে এতে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত এ প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৩ পরিবারের এমন ভিন্ন ভিন্ন সফলতা রয়েছে। আমরা এই সফলতার গল্প লিখতে গিয়ে গিয়াস শেখের গল্পে মুগ্ধ হই।
শাহিন সপ্তম গল্পের বর্ণনা দিয়ে বলেন, ৪ বছর বয়সে মা হারা গিয়াস ২ বোন নিয়ে বড় হচ্ছিল বাবার কাছে। কিন্তু তার ভাগ্য তাকে বারবার প্রবঞ্চিত করেছে। ৬ বছর বয়সে বাবা মারা যায়। তারপর আশ্রয় মেলে দাদি আর চাচাদের ঘরে। শিশু অবস্থায় গিয়াস নামে জীবন সংগ্রামে, দিনমজুরি করে দুই বোনকে বিয়ে দিতে পারলেও ঘরের অভাবে তার সংসার পাতা আর হয় না।
তিনি বলেন, টিভিতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর দেয়ার ঘোষণার পর তিনি যোগাযোগ শুরু করেন। পেয়ে যান একটি ঘর, তারপর তার স্বপ্নের বাস্তবায়ন ঘটে। তিনি ময়নার সঙ্গে গড়ে তোলেন তার সংসার। সরকার রাস্তা বানায়, ব্রিজ বানায় কিন্তু সংসারও গড়ে দেয়; তা নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনায় তার বিশ্বাস হয়। এই ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক স্বপ্নের ঠিকানা।
আরো দেখুনঃ- https://www.youtube.com/@mbarta4327
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.