মুন্সীগঞ্জ শ্রীনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার-দৈনিক ভোরের বার্তা


মুন্সীগঞ্জের বালাশুর বানিয়াবাড়ি এলাকায় নামক মফিজ আকনের বাড়িতে মনিরা আক্তার হালিমা নামে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সারে ১১ টার দিকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ। জানা যায় গলায় ফাঁস দিয়ে ২০ বছরের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শ্রীনগর উপজেলার রাড়িখাল বানিয়াবাড়ি বাড়ি খালপার নামক মফিজ আকনের পুত্র প্রবাসীর কালাম শেখের স্ত্রী ।
একই এলাকার নতুনবাজার বাশতলা মনির কাঁড়াল মেয়ের সাথে ৬ মাস আগে প্রবাসী কালাম শেখের সাথে বিবাহ হয়। মনিরা আক্তারের মাতা রাবেয়া বেগম দাবী শাশুড়ি ফাঁকা বাড়িতে বসতঘরের মনিরাকে ফ্যানের সাথে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করে। ঘটনা পর থেকে শশুর শাশুড়ি পলাতক রয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর ইসলাম জানান খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত করার পর মৃত্যুর রহস্য জানা যাবে।এ ব্যাপারে একটা অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন
শ্রীনগর সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.