কলাপাড়ার সড়কদুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে-১


পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত (১১)বছর বয়সী জুনায়েদ‘র ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকার উত্তরা আর্ক হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিউতে) থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
স্বজন সূত্রে জানাযায়, আহত জুনায়েদ কে মুমুর্ষ অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে বরিশাল রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে সরাসরি ঢাকায় রেফার করেন। সেখানে উত্তরা আর্ক হসপিটালে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য জুনায়েদ গত শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া ও টিয়াখালী ব্রিজ এর মধ্যকার সিক্সলেন সড়কে মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
নিহত জুনায়েদ ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের বাসিন্দা ইলেকট্রনিকস ব্যাবসায়ী ফরিদখলিফার পুত্র।
এবিষয়ে কলাপাড়া থানার নির্বাহী কর্মকর্তা ওসি জসিম জানান, দূর্ঘটনার বিষয়টি ও ছেলেটি ঢাকায় নেওয়ার বিষয়টি জানি তবে মৃত্যুর বিষয় টি আপনার মাধ্যমে জানলাম।এবিষয়ে পরিবারের কেউ কোন কিছু জানায় নি।
কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.