সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন-দৈনিক ভোরের বার্তা


সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় আজ মহান বিজয় দিবস ৫২পালিত। বঙ্গবন্ধুর ম্যুরালে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলার বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান।
বিজয়ের ৫২ বছর পূর্তিতে দিবসের প্রথম প্রহর আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকাল ৯ টায় উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর ম্যূড়ালে সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়।
এরপর একে একে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সালথা প্রেসক্লাব, সালথা মডেল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ। এরপর অনুষ্ঠিত হয় বিজয় র্যালী।
সকাল ১০ টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সালাউদ্দিন আইয়ুবী, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়াসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ ছাড়া—-
১৬ ডিসেম্বর, ১৯৭১। বিশ্ব মানচিত্রে ঘটল রূপবদল। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন হলো বাংলাদেশ। ঘড়ির কাঁটা বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবারে যেতেই বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ ফিরে এলো বাঙালির জীবনে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরটিকে আতশবাজি ফুটিয়ে উদ্যাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ফোটানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উদ্যাপনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এসেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে।
বিজয় উদ্যাপনকে বর্ণিল করতে ক্যাম্পাসের কলা ভবন, কার্জন হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও স্মৃতি চিরন্তনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরো দেখুন https://www.youtube.com/@mbarta4327
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.