এসপি দম্পতিকে চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন এর ফুলেল শুভেচ্ছা
সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (এসপি) দম্পতি রহিমা আক্তার লাকী ও সাইফুর রহমান নাছিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্খী ও স্বজনরা।
বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় নিজ গ্রামের বাড়িতে আসেন রহিমা আক্তার লাকী, সাথে আসেন তার স্বামী সাইফুর রহমান নাছির। এ খবরে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে ছুটে যান বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও স্বজনরা।
পুলিশ সুপার রহিমা আক্তার লাকী ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের আব্দুল ওয়াহেদ মাতুব্বরের বড় মেয়ে। গ্রামের বাড়িতে তার আসার খবর পেয়ে দুপুরে ছুটে যান কানাইপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন ও তার সহধর্মিণী জেসমিন আক্তার পাখি। এ সময় পুলিশ সুপার দম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান এই ইউপি চেয়ারম্যান দম্পতি।
এরপর তাদের ফুলেল শুভেচ্ছা জানান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেবের প্রতিষ্ঠিত ‘সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’র পরিচালক আব্দুর রহমান মোল্লা, কো-অর্ডিনেটর জসিম খান, সমাজ কল্যান অফিসার মোঃ ইনামুল হাসান মাসুম সহ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ঘুরি-ফিরি ফরিদপুর এর মডারেটর ইকবাল মাহমুদ ইমন, বন্ধু-বান্ধব ও স্বজনরা। এছাড়া দৈনিক বাঙ্গালী সময় পরিবারের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘রহিমা আক্তার লাকীর সাথে আমাদের ভাই-বোনের সম্পর্ক। আমরা একই স্কুলে পড়ালেখা করেছি। ও খুব মেধাবী ছাত্রী ছিলো। আজ ও স্বর্ণশিখরে পৌছেছে। ওর স্বামী একজন দক্ষ পুলিশ সুপার। তাই, লাকীর জন্য আমরা কানাইপুরবাসী তথা ফরিদপুরবাসী গর্বিত এবং গর্ববোধ করি। আমি দোয়া করি, এই দম্পতি যেন আরো উচ্চ পর্যায়ে যেতে পারে।’ তাদের কর্মদক্ষতায় যেনো প্রশাসনের সর্বোচ্চ স্থান লাভ করতে পারে এই কামনা করি।
পুলিশ সুপার রহিমা আক্তার লাকীর বাবা আব্দুল ওয়াহেদ মাতুব্বরের সাথে কথা হয় এ প্রতিবেদকের। এ সময় তিনি বলেন, ‘আমার লাকী সত্যিই ভাগ্যবতী। ছোট সময় থেকে ওর পড়ালেখার প্রবল ইচ্ছা ছিলো, পড়ালেখার জন্য আমি ওকে কখনো বাঁধা দেইনি বরং আরো উৎসাহ দিয়েছিলাম। আমার তিন মেয়েই আজ প্রতিষ্ঠিত। বড় মেয়ে পুলিশ সুপার, মেজো মেয়ে কলেজের শিক্ষক হয়েছে। আমার জামাইও পুলিশ সুপার। আমি গর্ব করে বলি, আমি কয়েকজন পুলিশ সুপারের বাবা।’
উল্লেখ্য, ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম রনকাইল। এই গ্রামের আব্দুল ওয়াহেদ মাতুব্বর দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন রহিমা আক্তার লাকী। বর্তমান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি ১৯৯৫ সালে রনকাইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি বাংলাদেশ সিভিল প্রশাসনের ২৮তম ব্যাচে বিসিএস (পুলিশ) ক্যাডার পদে উত্তীর্ণ হোন। তার স্বামী সাইফুর রহমান নাছির কুমিল্লা জেলা সদরের বাসিন্দা। তিনিও বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার।
আরো দেখুন-https://www.youtube.com/@mbarta4327
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে